পশ্চিমবঙ্গের বসিরহাট অঞ্চলে গত কয়েকদিনের সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে পাড়ায় পাড়ায় শান্তি বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, সব ধর্মের প্রতিনিধি, স্থানীয় ক্লাব, ছাত্র-যুবদের নিয়ে রাজ্যের প্রায় ৬০ হাজার নির্বাচনী বুথ ভিত্তিক শান্তি বাহিনী তৈরি করবে পুলিশ প্রশাসন। খবর- বিবিসির। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা যেন না ছড়ায় তা নজরদারি করবে এই বাহিনী। উত্তর চব্বিশ পরগণায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাদুরিয়া, বসিরহাট, দেগঙ্গা আর স্বরূপনগরে গত সোমবার থেকে চলতে থাকা সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসাত্মক বিক্ষোভ শুরু হয় মুসলমানদের পবিত্র কাবাঘরের একটি ফটোশপ করা ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে। এরপরেও নানা ধরনের গুজব ছড়াতে থাকে গত কয়েকদিন ধরেই। যার জেরে অনেক জায়গাতেই অশান্তি ছড়িয়েছিল।

রাজ্য সরকার মনে করছে, কেউ বা কোনও গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে অথবা উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। সে জন্য সরকার রাজ্যের ৬০ হাজার নির্বাচনী বুথ এলাকার প্রতিটিতে একটি করে শান্তি বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে স্থানীয় মানুষ, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গেই পুলিশ-প্রশাসনও থাকবে। এদিকে, সবক`টি উত্তেজনাপূর্ণ এলাকাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর টহল চলছে। এ ছাড়া বাদুরিয়া, বসিরহাটসহ উত্তেজনাপূর্ণ এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিসেবা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn