আবু তাহির, ব্রাসেলস, বেলজিয়াম :

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদ দমন ও প্রতিহত করার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সকল দেশ ও জনগোষ্ঠীকে একসাথে কাজ করার ক্ষেত্র তৈরির লক্ষ্যে ব্রাসেলসে সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ছাড়াও বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসে ব্রাসেলস প্রেস ক্লাব এর কনফারেন্স হলে গত সোমবার অনুষ্ঠিত এ কনফারেন্স বক্তারা বলেন সন্ত্রাসবাদ ও জঙ্গি বাদ বর্তমানে সমগ্র পৃথিবীর ভয়াবহ সমস্যা।এ সমস্যা সমাধানে সকল জনগোষ্ঠীকে গুনগতভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা দরকার।কোন দেশ বা গোষ্ঠীর পক্ষে এ মহামারী সমস্যা সমাধান সম্ভব নয়। পৃথিবীর সকল সংগঠন সকল দেশ কে সাথে নিয়ে সন্ত্রাসবাদের মোকাবেলা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজক সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমদ উল্লাহ। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার এর সাহসী ভূমিকা সেমিনার এ উপস্থাপন করেন ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল এন্ড ডেভলাপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ।এসময় বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের সফলতা তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক এ সেমিনারের ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এর সভাপতি আনসার আহমেদ উল্লাহ,র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন ইকোনমিক স্কুল এর অধ্যাপক চেতন বাট ,ব্রাসেলস এর মানবাধিকার কর্মী জুলি পেরনেট, বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আব্দুর রশিদ ,এশিয়ান এইজ এর বিশেষ প্রতিনিধি সালীম সামাদ, ইউকে কনজেরভেটিভে পার্টি র এমইপি ওডেন জিওফ্রে,ইউকে গ্রিন পার্টি এর জিম ল্যাম্বার্ট এমইপি, ব্রাসেলস এর হেড অফ কাউন্টার টেরিরিজম রবার্ট বনাজি , ব্রাসেলস ইউরোপিয়ান ইউনিয়ন এর ফ্রন্ট লাইন ডিফেন্স এম্মা আছিলি , ইউরোপ এর সিনিয়র রিসার্চ ফেলো টমাস রেনার্ড , হল্যান্ড লেবার পার্টি আম্মা অসন্তে সাবেক এমপি , বেলজিয়াম সিনিয়র রিসার্চ টমাস রেনার্ড , হল্যান্ড এর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হ্যারি বোন বোম্মেল , ইতালি এর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এর ব্রান্ডো বেনিফিলে,ডায়াস্পোরা এন্ড ডেভলাপমেন্ট এর চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া। সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন ব্রাসেলস ঢাকা পিস্ কমিটি,র কোর্ডিনেটর এম এম মোর্শেদ। গুলি বা বন্দুকদিয়ে কোন দেশের সন্ত্রাসবাদ যেমন বন্ধ করা যেমন সম্ভব নয় তেমনি কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করেও সন্ত্রাসবন্ধ বন্ধ করা যাবেনা ।মূলত যুবসমাজ এর সচেতনতা বিশ্ব শান্তিতে হুমকি সৃষ্টি কারী সন্ত্রাস বন্ধ করতে পারে।এবং সেজন্য শিক্ষার কোন বিকল্প নেই বললেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা। সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া,ফ্রান্স আওয়ামীলীগ এর উপদেষ্টা ওয়াহিদ বার তাহের বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ ফারুক মির্জা, সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি জামাল হোসেন মনির, প্রচার সম্পাদক আকতারুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আলী,বেলজিয়াম যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ মিনহাজ,যুগ্ম-সম্পাদক এ বি এম মোস্তাফিজ, প্রচার সম্পাদক আরিফ উদ্দিন সহ জার্মান ও ইতালি থেকে আগত আওয়ামীলীগ ও মানবাধিকার সংগঠনের নেতারা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn