চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত পাঁচদিনে ৯ জন শিশু মারা গেছে।  এর মধ্যে বুধবার সকালে মারা গেছে চার শিশু। আক্রান্ত হয়েছে আরো ৪৬ জন। তাদের ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট ফর ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় তারা অসুস্থ ৪৬ জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই রোগের কারণ এখনো জানা যায়নি। আক্রান্তদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। ঢাকার রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রক এবং গবেষণা ইনস্টিটিউটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রোগ নির্ণয়ের কার্যক্রম শুরু করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn