ঢাকা: উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাসে আমরণ অনশন থেকে সড়ে দাঁড়ালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। যদিও গতকাল রোববার মামলা প্রত্যাহার সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে অনশন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন জয়সহ অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা। আজ সোমবার সিন্ডিকেটের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে আমরণ অনশন থেকে সড়ে দাঁড়ায় শিক্ষার্থীরা। গত শনিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বেলা একটায় শুরু হওয়া এই সভা শেষ হয় বিকেল পৌনে ছয়টার দিকে। সভা শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘মামলার বাদী রাষ্ট্র। এটি আমাদের পক্ষে প্রত্যাহার করা সম্ভব নয়।’
প্রসঙ্গত, গত ২৬ মে ভোরে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, ঘাতক চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে পরের দিন ২৭ মে বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। তখন থেকেই শিক্ষকদের একটি অংশ এবং শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর এ দুটি ব্যানারে মৌন মিছিল, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে যাচ্ছেন তাঁরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn