জর্ডানে ইসরাইলের দূতাবাসে গুলি, নিহত ১
জর্ডানের রাজধানী আম্মানে ইসরাইলের দূতাবাসে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। খবরর বিবিসির।রোববার দূতাবাসটির ভিতর জর্ডানি দুই ফার্নিচার কর্মীর প্রবেশের পরই ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানায়। দূতাবাসে নিহত ওই ব্যাক্তি জর্ডানের নাগরিক। এ সময় অপর জর্ডানির সঙ্গে এক ইসরাইলিও মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো দূতাবাস ঘিরে রেখেছে।তবে আসলে কী ঘটেছে তা কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। দেশটির নিরাপত্তা বাহিনী এখন আম্মানের রবিয়াহ এলাকার ওই অংশটি ঘিরে রেখেছে। এঘটনার পরপরই দূতাবাসের কর্মীদের ওই এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৯৪ সালে চুক্তির পর থেকে জর্ডান ও ইসরাইলের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু সম্প্রতি জেরুজালেমের বিখ্যাত মসজিদ হারাম-আল-শরিফে মেটাল ডিটেক্টর স্থাপনের ঘটনায় জর্ডানবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।