স্বামী-সন্তান ফেলে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে ২ সন্তান রেখে ও স্বামীর অর্ধকোটি টাকার মালামালসহ যুককের সাথে পালিয়েছে প্রবাসীর স্ত্রী কারিমা বেগম। গত ০৭/০৭/১৭ ইং তারিখে পার্শ্ববর্তী ভূতাইল গ্রামের মন মিয়ার পুত্র মো ফারুকের (২৮) সাথে শ্রীকাইল গ্রামের হাসেম মিয়ার মেয়ে ও সৌদি আরব প্রবাসী মোঃ হাবিবের স্ত্রী কারিমা বেগম পালিয়ে যায়। গত ৮ বছর পূর্বে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে প্রবাসী মোঃ হাবিবের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের ৭ বছর বয়সী আবির হাসান ও আরিফ হাসান নামে জমজ ২ ছেলে সন্তান রয়েছে। এ বিষয়ে গত ১৩/০৭/২০১৭ ইং তারিখে কারিমা বেগমের স্বামী মোঃ হাবিব বাদী হয়ে তার স্ত্রী ও ২০ লক্ষ টাকা ফুসলিয়ে নেওয়ার অভিযোগে বিজ্ঞ সিনি. জুডিশিয়াল ম্যাজিঃ ৮নং আমলি আদালত কুমিল্লায় ৪ জনের নামে মামলা করেছেন (সি আর- ২৭৫/১৭)। অভিযুক্তরা হলেন- ভূতাইল গ্রামের যুবক মোঃ ফারুক (২৮) ও তার পিতা মন মিয়া (৬৫), বাদী হাবিবের স্ত্রী কারিমা বেগম (২৫) ও তার শ্বশুর মোঃ হাসেম মিয়া (৬৯)।
বাদীর অভিযোগ পত্রের বিবরণী থেকে জানা যায, নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ হাবিবের সাথে ৮ বছর পূর্বে মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের হাসেম মিয়ার মেয়ের বিয়ে হয়। বিয়ের আগে ও পরে সব মিলিয়ে বর্তমানে প্রায় ১৭ বছর যাবৎ সৌদি আরব আসা যাওয়া করেছেন। স্বামী বিদেশে থাকাকালীন সময়ে স্ত্রী কারিমা বেগমের পিতার বাড়ি শ্রীকাইলে থেকে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। সেই সুবাদে পাশের ভূতাইল গ্রামের মন মিয়ার ছেলে ফারুকের ফাঁদে পরে নিয়মিত অবৈধভাবে দৈহিক সম্পর্কে লিপ্ত হতেন।
সৌদি আরব থাকা অবস্থায় স্ত্রীর পরকিয়া সম্পর্ক জানতে পেরে ঘটনার দেড় মাস পূর্বে দেশে আসেন মোঃ হাবিব।
বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর কারিমা বেগমের নিকট পাঠানো ব্যাংক হিসাব ও বাড়ি ক্রয়ের দলিল দেখতে চাইলে স্ত্রী দেখাতে টালবাহানা করতে থাকেন। স্ত্রীর নামে সোনালী ব্যাংক, শ্রীকাইল শাখায় চলিত হিসাব নং ৯২৪৭ একাউন্টে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা, অনলাইনে পিন নাম্বারে ৬ লক্ষ টাকা এবং বিদেশ থাকা অবস্থায় প্রায় ৯ ভরী স্বর্ণ অলংকার পাঠায় এবং বাদীর নগদ ২ লক্ষ টাকা, বাদীর বোনের ২ ভরী স্বর্ণ নিয়ে ঘটনার দিন চরে যায়। বাদী মোঃ হাবিব বিদেশে থাকা অবস্থায় তার শ্বশুরে নিকট থেকে ৩ শতক বাড়ি ৮ লক্ষ টাকায় ক্রয় করেন কিন্তু বাদী দেশে এসে দেখে তার নামে দলিল না করে তার স্ত্রী কারিমা বেগম নিজের নামে করে ফেলেছেন।
মোঃ হাবিব গত ৭ বছর ধরে তার ক্রয়কৃত শ্রীকাইলের বাড়িতে বসবাস করছেন এবং ঘটনার দিন গত ৭ জুলাই শুক্রবার ভোর সারে ৪ টার দিকে পূর্ব পরকিল্পনা মোতাবেক ভূতাইল গ্রামের যুবক ফারুক তার স্ত্রীকে ও সাথে নগদ টাকা, স্বর্ণ অলংকার, ব্যাংকের চেক ও বাড়ির দলিলসহ অর্ধকোটি টাকার সম্পদ সাথে করে নিয়ে গেছে বলে মামলার বাদী মোঃ হাবিব উল্লেখ করেছেন। মোঃ হাবিবের দায়ের করা সিআর ২৭৫/১৭ নং মামলায় বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বয়ং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।এবিষয়ে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা জানান, এব্যাপারে কুমিল্লা আদালতে মামলা করে মোঃ হাবিব। হাবিবের স্ত্রী কারিমা বেগম ৫০ লাখ টাকা মন মিয়ার ছেলে মোঃ ফারুক নিয়ে পালিয়ে যাওয়া সত্যতা পাওয়া গেছে।