প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। শিশুদের ছড়া, আবৃতি, নাটক, কবিতা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে। তবে এর জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুকে যে পরিবেশে বড় করা হবে সেই পরিবেশেই সে গ্রহণ করে বেড়ে উঠবে। তাই শিশু একাডেমীর ভবন একান্ত প্রয়োজন। আমি জেলা প্রশাসক ও ভূমি কর্মকর্তার সাথে আলোচনা করে ভবন নির্মাণের জায়গার ব্যবস্থা করব।  সংবর্ধিত অতিথির বক্তব্যে শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন বলেন,‘ সুনামগঞ্জ হল সংস্কৃতির জেলা। এখানে জন্মেছেন শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, দুর্ব্বিণ শাহ, মরমী কবি হাছন রাজা। আজকের শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য অসংখ্য উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছেন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn