মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফজরের নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ব্লুমিংটনের দার আল ফারুক ইসলামিক সেন্টার নামের মসজিদে বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলে ইমামের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল ৫টার দিকে এই বিস্ফোরণ ঘটে, এফবিআই ঘটনার তদন্ত করছে। এফবিআইয়ের মিনিয়াপোলিসের প্রধান স্পেশাল এজেন্ট রিচার্ড থরটন বলেন, তদন্তের মাধ্যমে এটা খুঁজে দেখা হচ্ছে যে এটা বিদ্বেষপ্রসূত অপরাধ কী না বা এর পেছনে কে আছে। থরটন যোগ করেন, বিস্ফোরণটি আইইডির মাধ্যমে করানো হয়েছে। মিনেসোটার মুসলিম আমেরিকান সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পরে আগুন লেগে যায় তবে ফায়ার সার্ভিস আসার আগেই তারা আগুন নেভাতে সক্ষম হয়। বিবৃতিতে প্রতিষ্ঠানের প্রধান আসাদ জামান বলেন, বিস্ফোরণের আগে এক প্রত্যক্ষদর্শী দেখেছেন একটি ভ্যান অথবা ট্রাক থেকে ইমামের অফিসের দিকে কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর বলেন, এর পরেই দ্রুতগতিতে গাড়িটি সেখান থেকে সরে যায়। এই মসজিদে প্রধানত সোমালিয় বংশোদ্ভূত নাগরিকরা নামাজ পড়ে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রুজুড়ে অনেক মসজিদের মতো এই মসজিদেও হামলার হুমকি দিয়ে ফোন ও ইমেইল করা হয়েছিল।

সূত্র- আল জাজিরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn