জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুবাইলে একটি নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়। অসুস্থ হওয়ার আগে তিনি ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিত ‘যমজ ৮’ নাটকের শুটিং করছিলেন। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অরণ্য পাশা বলেন, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে আসেন। এরপর রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। মোশাররফ ভাইয়ের শারীরিক অবস্থা দেখে শুটিং ইউটিনিটের সবাই ঘাবড়ে যান। দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ প্রেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। মোশাররফ করিম অসুস্থ হওয়ার কারণে এরই মধ্যে ঈদের আগে তার সমস্ত শুটিং বন্ধ করা হয়েছে। ‘যমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরো। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি দেখানোর কথা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn