দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রবীন মুরুব্বী ও সমাজ সেবক সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ এর সদস্য ওবায়দুল হক মিলন’র পরিচালনায় বক্তব্য রাখেন- হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ এর যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সদস্য সালেহীন চৌধুরী শুভ, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মালেকপীর চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাস সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিয়াউর রহমান, সাংবাদিক মহিম উদ্দিন, সাংবাদিক নুরুল হক, ত্বোহা মির্জা প্রমুখ। সভায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখায় সৈয়দ সবুর আলীকে আহবায়ক ও রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র পাল, জিয়াউর রহমান, মহিম উদ্দিন ও ওবায়দুর রহমান মিলনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn