একে কুদরত পাশা-

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশী পাথরশ্রমিক কর্তৃক ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে সীমান্ত পিলার ১১৯৪/২-এস এর নিকট দিয়ে শুন্য লাইন অতিক্রম করে পাথর উত্তোলন করার সময় প্রতিপক্ষ ১১ বিএসএফ ব্যটালিয়নের বাগলী ক্যাম্পের টহল দল কর্তৃক বাধা প্রদান করতঃ তাদের দিকে পটকা নিক্ষেপ করলে পাথর উত্তোলনকারীরা বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে এবং নৌকা ও পাথর ফেলে পালিয়ে যায়। এমতাবস্থায়, অত্র ব্যাটালিয়নের বিরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার সুবেঃ মোঃ আবু সাইদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ৩০০ ঘনফুট পাথরসহ নৌকা ২টি আটক করে, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪৮ হাজার টাকা। অপর দিকে লাউরগড় বিওপি নাঃ সুবেঃ মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে একটি টহল দল ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখ ২০৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাইপাড়া নামক স্থান হতে ২৮০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে, যার মূল্য ৪ লাখ ২০হাজার টাকা। ঐদিন ডুলুরা বিওপি নাঃ সুবেঃ মোঃ আইয়ুব খাঁন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২১২/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাফনা নামক স্থান হতে ৯৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে, যার মূল্য ১লাখ ৪১ হাজার টাকা
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn