সুনামগঞ্জের হাওর পাড়ের মন্ডপে মন্ডপে বিদায়ের সুর
সুনামগঞ্জের হাওরপাড়ের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার বিজয়া দশমী। এ উপলক্ষ্যে সকাল থেকেই প্রতিটি মন্ডপে মন্ডপে এখন শেষ মুহুর্তে বাজছে বিদায়ের সুর। সকল হিন্দু সম্প্রদায়ের লোকজন ভীড় করছে এখন মন্ডপকে ঘিরে। বাদ্দ বাজনার তালে তালে,কেউবা করছেন অঞ্জলী দান,কেউবা অস্্রুজলে বিদায় জানাছেন। আর সকল প্রস্তুতি নিতে ব্যস্থ সময় পার করছেন প্রতিটি মন্ডপ সংশ্লিষ্ট দায়িত্বে থাকা লোকজজন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে,মহালয়ার মাধ্যমে মর্তে আগমন করেন মা দূর্গা। মহালয়া থেকে দশমী পর্যন্ত ১২দিন মা পৃতিবীতে(বাপের বাড়ি) অবস্থান করেন। বিজয়া দশমী শেষ পক্ষে দূর্গা বিদায় নিয়ে শশুর বাড়ি(কৈলাশে) চলে যায়। প্রতিটি মন্ডপ সংশ্লিষ্ট দায়িত্বে থাকা লোকজজন জানান,বিকালে পূর্বেই বির্ষজন দেওয়া হবে।