ট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অপারেশন অ্যাসল্ট সিক্সটিনে দুই জঙ্গি নিহত এবং সোয়াতসহ তিনজন আহত হয়েছেন। এছাড়া দুই নারীসহ তিন জনকে উদ্ধার করা হয়েছে। অভিযান শুরু হলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে বাড়িটির ছাদ ধসে পড়েছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের এক এডিসি। সারারাত জঙ্গি আস্তানাটি ঘিরে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অভিযান শুরু করে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত বাহিনী। অভিযান চলাকালে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছায়ানীড় নামের বাড়ির এই জঙ্গিদের আস্তানায় অভিযানে নেতৃত্ব দেয় ঢাকার সোয়াত। তাদের সঙ্গে অংশ নেয় চট্টগ্রামের সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা। অভিযান শুরুর পর সোয়াত সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গ্রেনেড হামলায় সোয়াতসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোয়াতের একজন সদস্য জানিয়েছেন, জঙ্গিরা শেষ মুহূর্তে গ্রেনেড নিয়ে সোয়াতের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরিত হয়। গ্রেনেডগুলি অনেক বেশি শক্তিশালী ছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn