১৬ কেজি গাজাসহ মাদক সম্রাট মুক্তার আলীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। সোমবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ভাগারাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র।  জানা যায়, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার গাজা ডিলার মাদক স¤্রাট মুক্তার আলীর মাধ্যমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ তথা বিভাগের সর্বত্রে পাইকারি ভাবে গাজা ব্যবসা করে আসছে। সে ওই এলাকার মাদক সম্রাট নামে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সিলেটের ৭এপিবিএন এর ইন্সপেক্টর আক্রাম হোসেন, এস আই আলী খান, নায়েক পাবেলসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে মাদক স¤্রাট মুক্তারকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তার বসতঘর তল্লাসী করে ১৬ কেজি ওজনের গাজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাজার মূল্য প্রায় ২লক্ষ ৪০হাজার টাকা। এদিকে গাজাসহ মাদক স¤্রাট গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এলাকাবাসী জানিয়েছেন, মুক্তার আলী ট্রাকে করে প্রতিদিন এসব গাজা আমদানির পর সিলেট বিভাগের সর্বত্রে পাইকারি বিক্রি করে আসছে। সফল এ অভিযানে ৭এপিবিএন এর নায়েক পাবেল, মৃদুল ও কনস্টেবল শাহাজান সাহসীকতার পরিচয় দেন। এ ব্যাপারে সিলেটের ৭এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মো. ইসরাঈল হাওলাদার অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে ৭এপিবিএন এর চৌকস সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমগ্র সিলেট বিভাগ, বি-বাড়িয়া ও নরসিংদি জেলায় ৭এপিবিএন এর মাদক ও অস্ত্র বিরোধি অভিযান অব্যাহত থাকবে। এস আই আলী খান বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং জব্দকৃত গাজাসহ গ্রেফতারকৃত আসামীকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn