ছাতকে বিদ্যুৎ ব্যবস্থাকে লোডশেডিংমুক্ত করার দাবিতে বিউবোর ছাতক সরবরাহ কেন্দ্র ঘেরাও, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন গ্রাহকরা। মঙ্গলবার বিকেলে পৌরসভার নোয়ারাই গ্রামবাসির উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়। এসময় বিক্ষোব্ধ গ্রাহকরা পিডিবির নির্বাহী প্রকৌশলী রবিউল হকের কার্যালয় ঘেরাও করে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন। পরে নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।  স্মারকলিপিতে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে পৃথক বৈদ্যুতিক ট্রান্সফর্মার সংযোগ, ঝুঁকিপূর্ণ ট্রান্সফর্মার পরিবর্তন করে নতুন ট্রান্সফর্মার দেয়া ও এসব এলাকায় ঘন ঘন লোডশেডিং বন্ধ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সুদীপ দে, লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, এডভোকেট আব্দুছ সালাম, শামছুর রহমান শামছু প্রমূখ। নির্বাহী প্রকৌশলী তাদের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জানা গেছে, ভয়াবহ লোডশেডিংয়ের কবলে উপজেলার প্রতিটি এলাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। রাত ১টার পর বিদ্যুৎ চলে গেলে পরের দিন সকাল ১০টায় বিদ্যুৎ আসে। কখনও এক অথবা দু’দিনেও বিদ্যুতের দেখা মিলেনা। এপরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে একুশ হাজার গ্রাহক সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুনজর কামণা করছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn