জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে বেনামি একটি চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিঠিটি রেজিস্ট্রার দফতরে আসে। শুক্রবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জিডি সম্পর্কে  বলেন,  বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অধ্যাপক ফারজানা ইসলাম এ বিষয়ে একটি জিডি করেছেন। বিষয়টি সম্পর্কে ভিসি ড. ফারজানা ইসলাম বলেন, আমরা আতঙ্কিত নই। তার পরও দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। তিনি জানান, চিঠিতে লেখা হয়েছে- ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল না করলে টাইমবোমা মেরে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেয়া হবে। রেজিস্ট্রার ভবন পুরনো ও নতুন দুই ভবনে দুটি টাইম বোমা সেট করে রাখা হয়েছে, তাও চিঠিতে উল্লেখ রয়েছে। পুলিশ ভবন দুটি তল্লাশি করার কথা জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn