দোয়ারাবাজার সংবাদদাতাঃ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘একটি শিক্ষিত জাতি গঠনে সরকার নিরলস ভাবে কাজ করছে। বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই দেয়াসহ শিক্ষার সকল ক্ষেত্রে বর্তমান সরকার বৈল্পবিক পরিবর্তন সাধন করেছে। এখন উচ্চ শিক্ষা অর্জনে শহরমুখী হতে হয়না, কারণ প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজ রয়েছে। ডিগ্রি কলেজগুলোতে অনার্স চালু হয়েছে। ছাতক দোয়ারার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করা হবে।’ এসময় তিনি এই ইউনিয়নের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিসহ সকল সম্মানিত জনপ্রতিনিধি ও নাগরিকগণ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলে সমবেত হওয়ায় সকলকে ধন্যবাদ। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। তৃণমূলের প্রতিটি সেক্টরে কাংখিত উন্নয়ন সাধিত হচ্ছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে।
শনিবার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করায় বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকবাসীর যৌথ উদ্যোগে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে পানাইল গ্রামবাসীর উদ্যোগে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহবুব রাজ চৌধুরীর সভাপতিত্বে ও অশোক কুমার দাস ও জাবেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক ছানাউর রহমান ছানা, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহব্বায়ক আব্দুল জলিল, লক্ষীপুর ইউ.পি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউ.পি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, বাংলাবাজার ইউ.পি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, আবদাল হোসেন, আওয়ামী লীগ নেতা বরুন চন্দ দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নূর মিয়া, সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, মান্নারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক ভানু দাস, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবুল রায়,উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা দো. ছালিক মিয়া, কামরুজ্জামান, রুবেল, আব্দুল করিম মাস্টার, অসিত দাস আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কালা মিয়া, সাজিদ মিয়া, জিতেন্দ্র মোহন দাস, গৌছুল ইসলাম, রহিম মিয়া, ইউ.পি সদস্য আব্দুস সোবহান, নুর উদ্দিন, আফিজ আলী, সুলতান আহমদ, আবুল কালাম, হবুল হোসেন, রুনু বালা দাস, সবিতা রানী দাস, বাহার বেগম, দোহালিয়া বাজার উপ-শাখা কমিটির সভাপতি মো. আকলু হোসেন, আকদ্দুছ আলী, আব্দুল কাদিরউপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস,এমরাজ তালুকদার, আং সোবহান মেম্বার, উপজেলা আ’লীগ নেতা তাজির উদ্দিন মেম্বার, আব্দুর রউফ, সালেক মিয়া, আব্দুর রহিম, জাবেদ আহমদ,  যুবলীগ নেতা দেওয়ান আসিদ রাজা, জিল­ুল হক লিলু, নাজমুল হক নয়ন প্রমুখ।অনুষ্ঠানে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ফখর উদ্দিন, গৌউছুল হক, সুলতান, আব্দুস সোবহানসহ তিন শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn