ঢাকা  :: অনেক বিতর্কের পর অবশেষে ছাত্রলীগের সদ্যঘোষিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ১৯ পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। বিতর্কিতরা এসব পদ পেয়েছিলেন বলে কমিটি ঘোষনার পর থেকে অভিযোগ ওঠেছিল। মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯ পদ শূন্য ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তবে বিজ্ঞপ্তিতে শূণ্য হওয়া পদের নাম উল্লেখ করেননি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কমিটির ১৯টি পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে এসব পদ পূরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn