পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচাতে স্কুলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেরালা সরকার। ভারতের কেরালায় প্রায়ই পানিতে ডুবে মৃত্যুর খবর শোনা যায়। বিষয়টি নিয়ে কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। তবে এবার নড়েচড়ে বসলেন কেরালার শিক্ষামন্ত্রী প্রফেসর সি রবীন্দ্রনাথ। রাজ্যের প্রত্যেক স্কুলে সাঁতারের আলাদা করে ক্লাস রাখতেই হবে বলে পরিষ্কার জানিয়েছেন তিনি। সাঁতার শেখার আগ্রহ সে রাজ্যে নেই বললেই চলে। সমীক্ষা বলছে, রাজ্যে এক লক্ষ মানুষের মধ্যে চারজনের মৃত্যু হয় পানিতে ডুবে। তাই সি রবীন্দ্রনাথ জানিয়েছেন, কেরালার ১৪০টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি স্কুলের সিলেবাসে সাঁতার বাধ্যতামূলক করা হবে। আর এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার একমাত্র কারণ, বাচ্চাদের শুরু থেকেই যাতে সাঁতারে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে অন্তত পানিতে ডুবে মৃত্যুর হার ভারতের কেরালায় অনেকটাই কমে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn