বদরুদ্দোজা বদর :: ওয়ার্ল্ডকাপ টুর্নামেন্টে আজ ফেভারিট ইংল্যান্ডের সামনে টুর্নামেন্টে হঠাৎ ঝলমলে হয়ে উঠা ওয়ার্ল্ডকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনের ব্যাটিং উইকেটে ইংল্যান্ড আজ এগিয়ে থাকবে দলের লাইন আপ নিয়ে। জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট থেকে শুরু করে লিয়াম প্লাংকেট সবাই ব্যাটসম্যান। ওয়ার্ল্ডকাপ শুরুর ঠিক আগে আগে এই গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৩৭৩ রান করেছিলো ইংল্যান্ড। অবশ্য পাকিস্তানও ৩৬১ রান করে ম্যাচ হেরেছিল। ইংল্যান্ডের স্কোর ছোট করে রাখতে ওয়েস্ট ইন্ডিজের পেস স্কোয়াড দলটির মূল শক্তি।  ক্যাপ্টেন জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, এশলে নার্স এবং ওশেন থমাস ইংলিশ ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন। স্পিনে দূর্বল ক্যারিবিয়ান ব্যাটসম্যান গেইল, লুইস, হোপ আর হেটমেয়ারের সমীহ আদায় করে নিতে পারেন আদিল রশীদ আর মঈন আলী। আবার বার্বাডোজের ব্রিজটাউনে জন্ম নেয়া ওয়েস্ট ইন্ডিয়ান জফরা আর্চার আজ হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের ইসকাপনের টেক্কা। এমনও হতে পারে আজকের ম্যাচটি হয়ে উঠবে কটরেল- আর্চার ডুয়েল..  দিনের শুরুতে ক্রিকেটামোদিদের কামনা থাকবে দিনশেষে যেন হাই ভোল্টেজ ম্যাচটি লো ভোল্টেজে রূপ না নেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn