পীর হাবীব এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃ দিনে দিনে নিজেকে গুটিয়ে নিয়েছি অনেক।গণমাধ্যমে কাজ করার যে আনন্দ উত্তেজনা এক সময় টগবগ করতো তা নির্বাসনে।দলকানা দলকানিদের আস্ফালন এখন চারদিকে।এক সময়ের চাটুকাররাও এদের কাছে লজ্জিত পরাজিত। সমাজে কাউকে শ্রদ্ধায় ভালোবাসায় আকড়ে ধরে চলবো,সেই পথ ও ছোট হয়ে এসেছে।সকালের মানুষ বিকেলে চেনা যায়না।সস্তা নীতিহীন সার্থপর দের দৌরাত্ম্য সমাজের সবখানে।অতি নিকটে!লাজ শরমহীন।চোখের পর্দাও নাই! বিশ্বাস আস্হার সংকট চরমে।সকালে যাকে জঘন্য গালিগালাজ বিকেলেই তাকে স্বার্থে বাপ ডাকছে।সারাক্ষন যাকে নোংরা মানুষ বলছে,সামান্য স্বার্থে গদগদ হয়ে নির্লজ্জের মতোন পারলে পা ধরে বসে!যে মানুষ নিজের মর্যাদা সম্মান রাখতে জানেনা,স্বার্থে চেছড়ামি করে,সস্তামি করে সে মানুষের আত্নমর্যাদাবোধ বুঝবে কি করে!সস্তা মন নিয়ে সস্তাদের সমাজে বেড়ে ওঠা মানুষ মুখোশ যাই পড়ুক আসলেই চরিত্রে সস্তা। সমাজে আপন পর চেনা বড় কঠিন।নীতিবান আত্নঅহংকারি আত্নমর্যাদাসম্পন্ন মানুষ আজকাল পাওয়া বড় কঠিন।এই সমাজে বেঁচে থাকা,চলাফেরা, আস্হা রাখা বড় বেশি অসাধ্য ব্যাপার।সস্তা নষ্ট চেছড়া চারদিকে দেখি,আমি মানুষ খুঁজে পাইনা।ভরসা বিশ্বাস করার মতোন মানুষ! প্রতারিত সসমাজে,একাকিত্ব মাঝে মাঝে এমন করে,মনে হয় সব ছেড়ে বহু দূরে,অনেক দূরে চলে যাই!আর যাই হোক,যেভাবেই বেঁচে থাকি সস্তা নীতি ধর্মহীন মানুষের কুৎসিত মুখ দেখতে হবেনা!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn