সিলেট :: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি’র বাস চালুর প্রতিবাদে আগামী ২৩ জুন থেকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে এ দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় পরিবহন ধর্মঘট শুরুর তারিখ পিছিয়ে দিয়েছে তারা। ২৩ জুনের পরিবর্তে আগামী ২৪ জুন থেকে এ ধর্মঘট পালন করা হবে। বিষয়টি আজ বুধবার সিলেটভিউকে নিশ্চিত করে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে ২৩ জুনের পরিবর্তে ২৪ জুন থেকে ধর্মঘট পালন করা হবে। এ ধর্মঘট হবে ৭২ ঘন্টার।’

প্রসঙ্গত, গত ৩ জুন থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি’র বাস চালু করা হয়েছে। এ বিষয়টি সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কিন্তু ১২ জুন ডাকা পরিবহন মালিক-শ্রমিকদের আচমকা ধর্মঘটের ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ। ধর্মঘটের প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। ‘অন্যায্য’ ধর্মঘটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকেও আহবান জানাচ্ছেন সচেতন মানুষ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn