সিইসি কে এম নুরুল হুদা বলেন, ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট প্রদান খুব সহজ। স্বচ্ছভাবে ভোট দেয়া যায়। ভোট শেষে এক দেড়-ঘণ্টার মধ্যে ফলাফল দেয়া সম্ভব। আগের মত রাত জেগে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, বগুড়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে বুথগুলোতে ইভিএমের টেকনিক্যাল পার্সন হিসেবে সেনা সদস্যরা থাকবেন। তারা শুধু ইভিএমে কোনো সমস্যা হলে তা দেখবেন। বগুড়া-৬ (সদর) শূন্য আসনে উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, একটি আসনে নির্বাচন হলেও এটিকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে। বগুড়ার নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি বলেন, এখানকার নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার প্রবণতা অনেক ভালো। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সব কৃতিত্ব ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী ও সর্মথকদের। প্রার্থী ও তাদের কর্মী সর্মথকসহ ভোটররা যদি নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, তাহলে নির্বাচনী কর্মকর্তাদের ভার অনেক কমে যায়। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
১৮ জুন পঞ্চম ধাপে ২০ উপজেলায় নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, সিরাজগঞ্জে সামান্য সমস্যা ছাড়া সব উপজেলায় ভালো ভোট হয়েছে। রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ তার স্বাগত বক্তব্যে জানান, আগামী ২৪ জুন বগুড়া-৬ (সদর) শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ জন্য নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে এরই মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদেরও ইভিএমে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। তিনি বলেন, ২২ জুন প্রতিটি কেন্দ্রে ইভিএমে ডামি ভোট গ্রহণ করা হবে। ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে একটি অতিরিক্ত ইভিএম মেশিন থাকবে। ১৪১ জন প্রিজাইডিং অফিসার, ৯৬৫ জন সহকারী রিটার্নিং অফিসারসহ মোট তিন হাজার ৩৬ জন জনবল থাকবে। নির্বাচনে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে রিটার্নিং অফিসার জানান। এ ছাড়া সিইসি বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের বিফ্রিং ও সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউকে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn