বার্তা ডেস্ক :: কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আবারো জয় পেয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেওয়া হয়।  সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিশাল ব্যবধানে জয় লাভ করেন। তিনি ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট।  রাত সোয়া ৮টায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে ভোটের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।  নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৪ দশমিক ৫৫ শতাংশ। ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭০ জন।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৪০ হাজার ৩৬২ ভোট। সোমবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn