হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ মেয়র প্রার্থীর। এবারের উপ-নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৩ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী, ৭ হাজার ৬২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ২০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট।  রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম জানান, হবিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৮২০ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২১ হাজার ১১৭ ভোট। কাস্টিং ভোটেরে আট ভাগের এক ভাগ ভোট পাননি তিন প্রার্থী। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।  তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু। তিনি পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান পেয়েছেন ৮৮৫ ভোট এবং আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মর্তুজ আলী পেয়েছেন ৩৯০ ভোট।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn