তাহিরপুর সীমান্তে বিনা শুল্কে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কয়লাসহ প্রায় পৌনে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার (২৫ জুন) জব্দ তালিকা শেষে এসব ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে  জমা দেয়া হয়েছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহলদল দল সোমবার রাতে সীমান্তের বাঁশতলা এলাকা থেকে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা ট্রলার বোঝাই ৬০০ কেজি চোরাই কয়লার চালান জব্দ করে। এর আগে উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সোমবার ভোররাতে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা বড়ছড়া শুল্ক ষ্টেশন থেকে ৪ হাজার ৫০০ কেজি  কয়লা জব্দ করে। একই রাতে উপজেলার  চাঁনপুর বিওপির বিজিবি টহল দল অপর এক অভিযানে সীমান্তবর্তী রাজাই গ্রাম থেকে  ৪২০০ প্যাকেট ( ১ লাখ ৫ হাজার শলাকা) ভারতীয় নাসির বিড়ি জব্দ করে। এর পূর্বে রোববার রাতে একই এলাকা থেকে চাঁনপুর বিওপির টহল দল ৪ হাজার প্যাকেট ( ১লা লাখ শলাকা) ভারতীয় নাসির বিড়ি জব্দ করে।  মঙ্গলবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, জব্দকৃত কয়লা, বিড়ি, ইঞ্জিন চালিত ট্রলার সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এসব জব্দকৃত ভারতীয় চোরাই মালামালের মূল্য  প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হতে পারে বলে জানান বিজিবি অধিনায়ক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn