তসলিমা নাসরিন এর ফেসবুক স্ট্যাটাস থেকেঃঃকয়েকজন যুবককে সংগে নিয়ে নয়ন নামের এক যুবক সকাল সাড়ে দশটায় বরগূনা শহরের এক কলেজের সামনে রিফাত নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে মেরেছে। আমরা ভিডিওতে কোপানোর দৃশ্যটি দেখেছি। আইনে তার শাস্তি হবে জেনেও নয়ন দ্বিধা করেনি খুন করতে। মাঝে মাঝে ভাবি, যদি কোনওদিন সরকার থেকে ঘোষণা করা হয় যে, কোনও অপরাধের শাস্তি কেউ পাবে না আজ থেকে! যদি আদালত, কারাগার সব বন্ধ করে দেওয়া হয় আর যদি ধর্মের ভ্যাটিক্যানগুলো জানিয়ে দেয় যে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বলে কিছু নেই, ধর্মগুলো সব রূপকথা! তবে কী ঘটবে পৃথিবীতে, তা কি আমরা কল্পনা করতে পারি? নিশ্চয়ই পারি। নয়ন যেভাবে রিফাতকে কুপিয়েছে, সেভাবে লক্ষ নয়ন লক্ষ রিফাতকে কোপাতে শুরু করবে। লক্ষ মেয়েকে ধর্ষণের শিকার করা হবে, লক্ষ বাড়িঘর ধন সম্পদ লুট করা হবে। লক্ষ শিশুকে হত্যা করা হবে। ভায়োলেন্সের যে রক্তাক্ত ক্লান্ত পৃথিবী দেখবো, সেটাই আমাদের সত্যিকার পৃথিবী। প্রতিনিয়ত ভায়োলেন্স যারা করবে, তারাই আমাদের অাসল প্রজাতি। বরং এই যে এখন আইন পুলিশ কোর্ট জেল আর দোযখের ভয় দেখিয়ে মানুষের সহজাত প্রবৃত্তি খুনখারাবিকে অনেকটা দাবিয়ে রাখতে পারছি, আপাতত এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn