জগন্নাথপুর :: নিজেদের ভাগ্য ফেরাতে আশার আলো দেখছেন জগন্নাথপুর উপজেলার হিজড়ারা। সুনামগঞ্জ জেলার এই উপজেলার হিজড়াদের সহযোগিতায় এগিয়ে এসেছে প্রশাসন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সবধরণের নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে আনন্দিত হিজড়ারা। জানা গেছে, সচরাচর দেখা যায় হিজড়াদের যন্ত্রনায় অতিষ্ঠ থাকেন সাধারণ মানুষ। বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা তুলে জীবিকা নির্বাহ করেন হিজড়ারা। জগন্নাথপুরে বিয়ের গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের ঘটনায় হিজড়াদের প্রতি মানুষের মধ্যে বেশি ক্ষোভ সৃষ্টি হয়েছে।  হিজড়াদের প্রতি সেই বিরূপ ধারণা পাল্টাতে শুরু করেছে। প্রশাসনের মানবিক উদ্যোগে সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠীদের সমাজের মূলধারায় ফেরার সুযোগ পেয়েছেন। বসবাস, কর্মসংস্থানসহ সব ধরণের নাগরিক সুযোগ-সুবিধা পাবেন তারা। সোমবার (১ জুলাই) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হিজড়াদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ সময় জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদার হোসেন ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  জগন্নাথপুর হিজড়া সমিতির সভাপতি জাহিদা হিজড়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিতালী হিজড়া, জগন্নাথপুর সমিতির সদস্য সুমনা হিজড়া, বৈশাখি হিজড়া, মায়াবী হিজড়া, নীলা হিজড়া, কবিতা হিজড়া, গোলাপী হিজড়া, লাবনী হিজড়া, বিপাশা হিজড়া, খোদে হিজড়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, এ সমাজে অন্য সকল নাগরিকদের মতো হিজড়াদের বসবাসের সুযোগ রয়েছে। হিজড়াদের কর্মসংস্থান ও আলাদাভাবে গুচ্ছগ্রাম সহ সব ধরণের নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn