ব্যক্তিগত কারণ দেখিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন রুশী চৌধুরী। বুধবার (১০ জুলাই) বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে অব্যাহতি পত্রের ছবি আপলোড করে একথা জানান তিনি। এসময় তিনি লেখেন, বিদায় শব্দটা বিষণ্ণের। আর সেই বিদায় যদি হয় প্রচণ্ড ভালোলাগার কিংবা ভালোবাসার, তাহলে মনের ভেতর ঝড় হয়, বুকের ভেতর ভাঙচুর হয়। অনেকের মতো, আমার বিশ্ববিদ্যালয়ের সোনালি সময়গুলো কেটেছে আবেগ ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে। আর এ সংগঠনকে বিদায় বললেও, আমার এই উষ্ণ প্রেমের শেষ হবে না। ভালো থেকো প্রেম, ভালো থেকো ভালোবাসা। খুব মিস করবো। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে তিনি লেখেন, আমি ব্যক্তিগত কারণে অব্যাহতি নিচ্ছি। আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আর আপনারা আমার উপর অর্পিত পদ থেকে আমাকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।

উল্লেখ্য সম্মেলনের এক বছর পর গত ১৩ মে ঘোষিত ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক পদ পেয়েছেন এ ছাত্রলীগ নেত্রী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn