ভারতের রাজনীতিতে গেরুয়া তথা বিজেপির উত্থানে ‘জয় শ্রীরাম’ বলাটা যেন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। মুসলিম যুবককে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর পাশাপাশি পিটিয়ে মেরে ফেলাও হয়েছে। এবার ‘জয় শ্রীরাম’ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।   নুসরাতের অভিযোগ, ঈদের শুভেচ্ছার বদলে অনেকে তাকে ‘জয় শ্রীরাম’ লেখা মেসেজ পাঠিয়েছেন! বশিরহাট থেকে সাংসদ হওয়া এ তারকা জানিয়েছেন, ‘জয় শ্রীরাম’ বলাদের তিনি উত্তর দেন নাই।  সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে নুসরাত বলেন, ‘‘ঈশ্বরের নাম বলায় কোনও সমস্যা নেই। কিন্তু কাউকে বলতে বাধ্য করায় সমস্যা রয়েছে। ঈদে আমাকেও প্রায় হাজারজন ঈদ মোবারক না বলে ‘জয় শ্রীরাম’ লিখে পাঠিয়েছেন। তবে আমি কোনও উত্তর দিইনি।’’ তিনি বলেন, ‘যখন পোশাক নিয়ে বিতর্ক হয়েছিল আমি কোনওরকম উত্তর দিইনি। আমার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় আমার জন্য লড়াই করেছেন। সংসদে আমার সহকর্মীরাও আমার পাশে থেকেছেন। কিন্তু সবার মনে রাখা উচিত একজন সাংসদের সঙ্গে আমি একজন মানুষও। কী পরব, কাকে বিয়ে করব তা নিয়ে আমার নিজের পছন্দ রয়েছে।’ নিজের রাজনীতি নিয়ে নুসরাত বলেন, ‘কখনও কখনও মনে হয় আমার রাজনীতিক হওয়ারই কথা ছিল। প্রথম দিন সংসদে গিয়ে দারুণ অনুভূতি হচ্ছিল। নতুন সদস্য হওয়ায় সবাই খুব সাহায্যও করেছেন। মুখ্যমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখেছেন। এটা অনেক বড় দায়িত্ব। আমি এখনও শিখছি ও লক্ষ্য রাখছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn