সিলেট:: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা, নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে তরুন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিজিএস’।  মানববন্ধনে বক্তব্য রাখেন- পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশের সমন্বয়ক ঝর্ণা চৌধুরী, সিলেট বিভাগীয় প্রধান মইনুল হোসেন,  পিজিএস’র গভর্নিংবডির সদস্য রায়হান আহমেদসহ অন্যান্যরা।  বক্তারা বলেন, প্রচলিত আইলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা ধর্ষণ করে বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারনেই প্রতিদিন বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরতর আইন প্রণয়ন করলে এসব অপরাধ কমানো সম্ভব। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn