বার্তা ডেস্ক :: ভিন্ন ধরনের এক টিভি রিয়েলিটি শো নিয়ে আসছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। ফিট নেশন মিডিয়ার ব্যানারে লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে দর্শকদের সামনে নতুন রূপে হাজির হবেন তিনি। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সোহেল তাজকে। লাইফ স্টাইল নিয়ে বিদেশে বেশ কিছু রিয়েলিটি শো হলেও, বাংলাদেশে ‘হটলাইন কমান্ডো’-ই প্রথম। আগামী সেপ্টেম্বর মাস থেকে টেলিভিশন চ্যানেল আরটিভিতে ১২ পর্বের এ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) আজ বৃহস্পতিবার রাজধানীতে সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘হটলাইন কমান্ডো’ নামে সচেতনতামূলক টিভি রিয়েলিটি শো সম্পর্কে জানাতে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানটির আয়োজক ফিট নেশন মিডিয়ার সঙ্গে স্পন্সর র‌্যাংকস গ্রুপের মিতসুবিসি মটরস ও সুজুকি মটরবাইকস, ব্রডকাস্ট পার্টনার আরটিভি এবং অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান কারুজ কমিউনিকেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’ তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ। আর সোনার মানুষ গড়তেই আমার এ উদ্যোগ। তিনি বলেন, রাজনীতির বাইরে থেকে মানুষের অন্য কিছু করার ইচ্ছা থেকেই এ পদক্ষেপ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।’ সোহেল তাজ বলেন, দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’ রাজনীতি থেকে দূরে সরে যাওয়া সোহেল তাজ বলেন, বহুদিন ধরেই দেশের মানুষের শারিরীক ও মানসিক স্বাস্থ্য, জীবন যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে ভাবছি। সে ভাবনা থেকেই জন্ম হয় লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’।  সৌজন্যে : পূর্বপশ্চিম

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn