শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। সোমবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় রাকিবুল হাসান মিলন নামের এই ছাত্রলীগ কর্মীর উপর হামলা করে প্রতিপক্ষ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীরা। আহত রাকিবুল হাসান মিলন  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০১৩-১৪) সেশনের শিক্ষার্থী। হামলার বিষয়ে মিলন বলেন, ‘ক্লাস থেকে বের হয়ে অর্জুনতলার দিকে আসলে ইমরান খানের অনুসারী সাদ্দাম হোসেন লিখন, রোহিতুজ্জামান নাজমুল, মনোয়ার হোসেন, সাজ্জাদ, মাসুদ, মুন, তন্ময়, অমিত যৌথভাবে হামলা চালায়। এসময় তারা আমাকে পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।’  এদিকে আহত বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান মিলন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী। বর্তমানে মিলনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মিলনের বন্ধু শোয়েব আহমেদ বলেন, তার চোখমুখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চোখ ও মাথায় একাধিক সেলাই লাগতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।  এ বিষয়ে প্রক্টর জহির উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজনকে মারধরের ঘটনা আমি শুনেছি। ঘটনা সর্ম্পকে আমি বিস্তারিত জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn