ছাতকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলা গতকাল বুধবার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টু বাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্পকাপ ফাইন্যাল খেলা শহরের বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলাটি অমিমাংশিতভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। এর আগে একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফাইন্যালে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস শীলের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। এসময় পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ছাতক প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল আলিম, বিএনপি নেতা খলিলুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, জয়নাল আবেদীন, বঙ্কিম আচার্য্য, দুলন তরফদার, আব্দুল মুমিন, মারফত আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn