বার্তা ডেস্ক :: আর্থিক অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর আম্রপালী মাহি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর বিরুদ্ধে। যা গড়িয়েছে আদালত পর্যন্তও। এ কোম্পানিতে ব্যান্ড এম্বাসেডর ছিলেন ধোনী। পরে ২০১৬-র পরে তিনি সরে আসেন। কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, আম্রপালী গ্রুপ টাকা নিয়েও ক্রেতাদের বাড়ির চাবি বুঝিয়ে দিচ্ছে না। ফরেন্সিক অডিটর পবন কুমার আগরওয়াল ও রবীন্দ্র ভাটিয়া সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, আম্রপালী ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও আম্রপালী মাহি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে অনৈতিক চুক্তি করেছিল। মঙ্গলবার ফরেন্সিক অডিট রিপোর্টে জানানো হয়েছে, গ্রাহকের টাকা বেআইনীভাবে অন্য কোম্পানিতে ঢুকিয়ে দেয়া হয়েছে। ফরেন্সিক অডিট রিপোর্টে উল্লেখ রয়েছে, আম্রপালী গ্রুপ থেকে ঋতি, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৪২ দশমিক ২২ কোটি টাকা পেয়েছে। যার মধ্যে আম্রপালী স্যাফাইয়ার ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেডকে দেওয়া হয়েছে ৬ দশমিক ৫২ কোটি টাকা। কেন ঋতিকে এত টাকা দেওয়া হল তা পরিষ্কার নয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn