বার্তা ডেস্ক :: এবার ফর্সা টুকটুকে কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন। আর কোনও বাধা রইল না বলে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর উল্লাসে মেতেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দেশজুড়ে চলছে বিভিন্ন উৎসব, আর সেই উৎসবের মঞ্চ থেকেই এ মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিধায়ক সাইনির মন্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের অভিযোগ, এমনিতেই ৩৭০ ধারা বিাতিলের পর থেকেই ফেসবুকে কাশ্মীরি মেয়েদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে বিজেপি সমর্থকরা। সেখানে একজন বিজেপি বিধায়কের এমন মন্তব্যে সরগরম নেটদুনিয়া। সোমবার রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর থেকেই কাশ্মীরের জমি কেনা এবং ওখানকার মেয়েদের বিয়ের বিষয়টি বারবার করে সামনে এসেছে। কিন্তু তা যে কেউ এমনভাবে উপস্থাপন করতে পারেন, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। বিজেপি বিধায়কের এমন মন্তব্যে অনেকেই পুরুষতান্ত্রিকতা দেখছেন। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার তিরে বিদ্ধ এই বিধায়ক। বিরোধীরা ইতিমধ্যেই বিক্রম সাইনিকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন। উত্তরপ্রদেশে শোরগোল পড়ে গিয়েছে।
বিধায়ক বিক্রম সাইনি বলেন, কর্মীরা আজ ভীষণ খুশি। সংখ্যালঘু বিজেপি কর্মীরা উচ্ছাস করছেন। আগে কোনও কাশ্মীরি মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের কারও বিয়ে হলে নাগরিকত্ব বদলাতে হতো। উপত্যকার মেয়েদের বাইরে বিয়ে হলে নাগরিকত্ব বাতিল হতো। ভারত আর কাশ্মীর আলাদা ছিল। এখন সবটা এক হয়েছে। হিন্দু, মুসলমান- সব ধর্ম, গোটা দেশ উৎসব করছে। এবার আর বিয়েতে কোনও বাধা রইল না। ওখানকার ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন উত্তরপ্রদেশের নাগরিকও। মোদি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। গোটা দেশের স্বপ্ন পূরণ করেছেন। সৌজন্যে : বিডি-প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn