হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  আহতদের মধ্যে ভিংরাজ মিয়া, সোয়েব মিয়া, রহমত আলী, আজিজুর রহমান, সাইদুর রহমান, সেজুল মিয়া, নজরুল ইসলাম, এলাছ মিয়া, আলমগীর, জোটন মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, ওই গ্রামের আব্দুল মন্নাফের পুত্র দুধু মিয়া ও হিরন মিয়ার পুত্র ইমান আলীর মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn