বার্তা ডেস্ক:: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই অঞ্চলে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে ভারতের বড় বড় কম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় কাশ্মীরে ১০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিল ট্রাইডেন্ট গ্রুপ। ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান রাজিন্দর গুপ্ত ‘নিউজ ১৮’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই অঞ্চলের বিকাশের জন্য জম্মু-কাশ্মীরে ১০০০ কোটি টাকার বিনিয়োগের খসড়া তৈরি করছে ট্রাইডেন্ট। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ট্রাইডেন্ট গ্রুপের এই ইনভেস্টমেন্টের জেরে লাভবান হতে চলেছে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার। গত ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে ভারতের কেন্দ্র সরকার। এর ফলে বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর এবং রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর। এছাড়াও লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে বিদেশি বিনিয়োগ ও পর্যটনকে বাড়ানো। বিল উত্থাপনের সময় দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn