বার্তা  ডেস্ক:: সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ বলেছেন, ‘সেনাবাহিনীর মধ্য থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমি তখন সেনাপ্রধান ছিলাম। বঙ্গবন্ধু একটা মস্ত বড় ভুল করেছিলেন আমাকে সেনাপ্রধান আর জিয়াউর রহমানকে উপপ্রধান করে।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কে এম সফিউল্লাহ এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১-এর উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভা অনুষ্ঠিত হয়। কেএম সফিউল্লাহ বলেন, “জেনারেল ওসমানী ৫ এপ্রিল ডেকে বললেন, ‘তুমি আর্মি টেক ওভার করো।’ বললাম, আমার সিনিয়র আছে। তিনজন সিনিয়র কর্নেল রব, দত্ত ও জিয়াউর রহমানের নাম বললাম। একই ব্যাচের হলেও জিয়াউর রহমান আমার চেয়ে এক নম্বরের সিনিয়র ছিলেন। জেনারেল ওসমানীকে বলেছিলাম, স্যার, এ সময় কাজটা করা ঠিক হবে কি? সবার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। অফিসিয়াল সিদ্ধান্ত হোক আর যাই হোক, এটা ঠিক হচ্ছে না।”বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে সফিউল্লাহ বলেন, ‘সেনাপ্রধান হলেও কিছুই করতে পারিনি। আমার তখন কোনো সামর্থ্য ছিল না। কী করতে পারতাম! ওই সময় কিছু করার মতো অবস্থা ছিল না।’

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলা হয়। সূক্ষ্ণভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা কোনো ব্যক্তির হত্যা নয়। কারণ স্বাধীনতা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। এ জন্যই তাকে হত্যা করা হয়েছিল।’ মহাসচিব হারুন হাবীব বলেন, বঙ্গবন্ধু হত্যার শুধু বিচার করলেই হবে না। একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে এর পেছনের কুশীলব ও ষড়যন্ত্রকারীদের পরিচয় উদ্ঘাটন করতে হবে। অনুষ্ঠানে আরও আলোচনা করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নুরুল আলম, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা আনোয়ার উল আলম, আবদুল মাবুদ, আবদুল হাই, আবুল কালাম আজাদ প্রমুখ।

 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn