গনতন্তের তীর্থভূমি বৃটেনের সংসদীয় রাজনীতিও বরিস জনসনের চতুর সিদ্ধান্তে সংকটের মুখে!রাণী দ্বিতীয় এলিজাবেথ জীবনের পড়ন্ত বেলায় এসে অসহায়ের মতোন সই করবেন সরকারের সংসদ স্হগিত করার প্রস্তাবে। যেমন আমাদের রাষ্ট্রপতিরা করেন। বিরোধীদলগুলি যাতে ইউরোপ থেকে বেরিয়ে যাওয়া রুখতে কোন বিল পাশ করতে না পারে তাই এ উত্তেজনাময় বহুল বিতর্কের সিদ্ধান্ত! পৃথিবী জুড়ে বৃটেন যে গনতন্ত্রের সূর্যরশ্মি ছড়িয়ে দিতো আজ যেনো সেটিও বড় বেশী অনুজ্জ্বল ধূসর!আজকের পৃথিবীতে গনতন্ত্রের চিত্রপট এক অদ্ভূত রুপ নিয়েছে। দেখা যাক এর গন্তব্য কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn