সিলেট :: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সুনামগঞ্জ প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনা আমাাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু।  সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদরের ওসি (তদন্ত) আব্দুল­াহ আল মামুন, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক, যাত্রী অধিকার আন্দোলনের সভাপতি মালেখ হোসেন পীর, যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা নিসচার উপদেষ্টা মো. বোরহান উদ্দিন, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সাংবাদিক মো. আমিনুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, সাংবাদিক ফোয়াদ মনি, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার, নিসচা সিলেট মহানগরের যুব বিষয়ক সম্পাদক মো. মাসুদুজ্জামান তপাদার মুক্তার, ফারুক আহমদ, মো. তাজ উদ্দিন, মোহাম্মদ আলী, সেলিম আহমদ, মো. শাহরিয়ার হোসেন, মো. সাদেক প্রমুখ।  সভায় বক্তারা বলেন- সিলেট-সুনামগঞ্জ সড়ক হচ্ছে ব্যস্ততম সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে ।অথচ এই দীর্ঘ ৬০ কি.মি রাস্তা খুবই সংকীর্ণ যার কারনে দুর্ঘটনা অনেকাংশে বেড়েই চলছে ।তাই এখন সিলেট-সুনামগঞ্জ সড়ককে চারলেনে উত্তীর্ণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। বক্তারা বলেন- শুধু চালকের কারনেই সড়ক দুর্ঘটনা  হয়না। সড়ক দুর্ঘটনারোধে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। সভায় সড়ক দুর্ঘটনারোধে  প্রধানমন্ত্রীর ১৭দফা নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn