এবারই প্রথম আয়োজিত হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’, এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালনের জন্য ঢাকায় এসেছেন সুস্মিতা সেন। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ী এ তারকা বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় এসে পৌঁছান। । সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দিবেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ চূড়ান্ত পর্বে সেরা দশ প্রতিযোগী। সুস্মিতা সেনের সঙ্গে বিচারক হিসেবে থাকছে সংগীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টুটলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন। প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে এই আসর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn