পীর হাবিবুর রহমান এর ফেসবুক স্ট্যাটাস থেকে:: জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা প্রকৃত রাজনীতিবিদ হলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন আশা করি। ১৯৮৭ সালে সামরিক শাসন বিরোধী অগ্নিগর্ভ উত্তাল রাজপথে শহীদ নূর হোসেন ছিলেন আগুনে তৈরি জীবন্ত পোস্টার। রাঙ্গা তখন রংপুরে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইয়াবার সাথে মানুষের পরিচয় ঘটেনি। শেখ হাসিনা নুর হোসেনকে শার্ট পরতে বলেছিলেন, পরেননি। গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। তার আগে পরে আমরা জেল খেটেছি। অনেকে শহীদ হয়েছেন। সকল শহীদ বীরের মর্যাদায় ইতিহাসে। কমরেড তাজুল, বসুনিয়া, সেলিম দেলোয়ার, দীপালি সাহা, মিলন, শাজাহান সিরাজ, কত নাম!  শহীদের প্রতি সম্মান মানুষের অন্তরের। শহীদ নুর হোসেনের পরিবারকে শেখ হাসিনা দেখতেন। তার ভাই আলী হোসেনের ড্রাইভে মাইক্রোবাসে আমরা মুজিব কন্যার সাথে সারাদেশ ঘুরেছি। এরশাদও নুর হোসেনের পরিবারকে কিছুদিন আর্থিক সহায়তা দিয়েছেন। রাঙ্গার অপ্রাসঙ্গিকভাবে এমন বিরূপ মন্তব্য বড় বেমানান ও বেদনার। নুর হোসেনদের রক্তে ভেজা গণআন্দোলনে দেশ সামরিক শাসন মুক্ত হয়েছে। শহীদদের সহ আমাদের স্বপ্নের গণতন্ত্র কতটা পেয়েছি, সমাজ গণতান্ত্রিক হয়েছে কিনা জানি না। শহীদ নুর হোসেন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও বীরদের অভিবাদন। লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn