দিরাই  :: দিরাইয়ে দিরাই পৌর যুবলীগ ও দিরাই উপজেলা যুবলীগের আয়োজনে পৃথক  ব্যানারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সমর্থিত ও যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশাররফ মিয়ার অনুসারী নেতাকর্মীরা পৃথক ভাবে কর্মসূচি পালন করে। এদিকে দুই বলয়ে বিভক্ত হয়ে দলটি আলাদা ভাবে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা মধ্যদিয়ে দিবসটি পালন করে। পৌর যুবলীগের আয়োজনে বেলা ১১টায় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্রস্তুতি কমিটির সদস্য শফিক মিয়া, আওয়ামীলীগ নেতা মোশাহিদ মিয়া, নুরুল হক, শরিফ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ফারুক সরদার, কামরুজ্জামান, যুবলীগ নেতা মোবাশ্বির মিয়া, কলিম উদ্দিন, লালন মিয়া, শফিক মিয়া, রাহাত মিয়া, হেলু মিয়া, শ্রমিক লীগ সভাপতি কফিল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব নুরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এদিকে বেলা ৩টায় উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাফিজুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, শফিক মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা বুলবুল আহমেদ, কাইয়ুম মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn