বার্তা ডেস্ক :: ব্যক্তিগত ৩২ রানেই সাজঘরে ফেরার কথা ছিল মায়াঙ্ক আগারওয়ালের। আবু জায়েদ রাহীর বলে ফাস্ট স্লিপে ক্যাচ তুলে দেন মায়াঙ্ক। কিন্তু অপ্রস্তত থাকা ইমরুল কায়েস গুরুত্বপূর্ণ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। লাইফ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন ভারতীয় এ ওপেনার। খেলেন ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস। তার ইনিংসটি ২৮টি চার ও ৮ ছক্কায় সাজানো। ইন্দোর টেস্টে বাংলাদেশের করা ১৫০ রানে জবাবে প্রথম ইনিংসে আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে শেষে ৬ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় দিনেই ৩৪৩ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় ওপেনার আগারওয়াল বলেন, আমি বড় সুযোগ পেয়েছি এবং কাজে লাগিয়েছি। ক্রিকেটে মাঝেমাঝে এটা ঘটেই থাকে। আবার অনেক সময় দেখা যায় খুব ভালো শটেও দুর্দান্ত ক্যাচে আউট হয়ে ফিরতে হয়। ৩৪৩ রানের লিড নেয়ার পরও ইনিংস ঘোষণা করেনি ভারত। এ ব্যাপারে মায়াঙ্ক আগারওয়াল আরও বলেন, এই বিষয়ে আমরা এখনও আলোচনা করিনি। যেভাবে ব্যাটিং করছি, আমরা চালকের আসনে আছি। আমরা বাংলাদেশ দলের ওপর আরও চাপ সৃষ্টি করতে চাই। সৌজন্যে :: যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn