বার্তা ডেস্ক :: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে দলের কারাবন্দি চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত এ সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, ‘বিএনপি না করলেও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ, বেগম খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে, সেটি একটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।’ ভিপি নুর বলেন, ‘আজকে পতাকা দিবস পালন করা হয়, আ স ম আব্দুর রবকে ডাকা হয় না। এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না।’ দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করার জন্য আসেননি উল্লেখ করে তিনি বলেন, ‘আ স ম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রীয় ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। সৌজন্যে : পূর্বপশ্চিম

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn