সিলেট:: সিলেটে করোনা চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এখন ২৮ জন রোগী আছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র। আজ শুক্রবার বিকালে তিনি সিলেটভিউকে জানান, আজ পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৯ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন। সুশান্ত কুমার জানান, উপসর্গ নিয়ে যারা ভর্তি আছেন, তাদের অন্যান্য শারীরিক সমস্যাও আছে। তন্মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn