তাহিরপুর ::তাহিরপুরে বিয়ের দাবিতে দুই দিন অনশনে থাকা সেই কলেজ ছাত্রীর ভালোবাসা ৭২ ঘন্টার পর ফিরে পেল বিয়ের মাধ্যমে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দুই পরিবারের মধ্যস্তায় প্রেমিক তায়েফের বাড়িতে তিন লাখ টাকায় দেনমোহরে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এর আগে গত সোমবার সন্ধায় বিয়ের দাবীতে প্রেমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামে প্রেমিক তায়েফ আহমেদের বাড়ীতে অনশনে বসে প্রেমিকা বাদাঘাট কলেজের এক ছাত্রী। কিন্তু প্রেমিক তাকে অস্বীকার করে বিয়ে করতে অস্বীকার করেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্হানীয় চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য প্রেমিক তায়েফের বাড়িতে বসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। এতে বাধ সাধেন প্রেমিকের পরিবার। পরে প্রেমিকার বাবা স্হানীয় সংবাদকর্মীদের শারনাপন্ন হলে বিষয়টি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়।  এতে তাহিরপুর থানাপুলিশের টনক নড়ে। অপরদিকে কলেজ ছাত্রীর  পিতাও থানায় একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার রাতে  অভিযোগের প্রেক্ষিতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই নড়েচড়ে বসেন প্রেমিকের পরিবার। বুধবার সন্ধায় উভয় পরিবারের লোকজনের মধ্যেস্তায় তাদের বিয়ে হয়। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিষয়টি দ্রুত সুরাহা করা হয়েছে। প্রেমিক যুগলের তিনলাখ টাকায় দেনমোহরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn