পচাঁত্তরের ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে: এমপি মানিক
ছাতক :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারকে ধংস করে এদেশের স্বাধীনতার সুর্য অস্তমিত করতে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পরাজিত করে বাংলাদেশকে পিছিয়ে দিতে বারবার ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, পচাঁত্তর এর ১৫-ই আগষ্টের পর ঘাতকদের দোসররা সারাদেশব্যাপী তে তান্ডব করেছিলো তাদেরও শনাক্ত করতে হবে। এদের মধ্যে অনেকেই খন্দকার মোস্তাকের মতো আওয়ামী লীগে মিশে গেছে এদের থেকেও বিরত থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করে যেতে হবে। শনিবার দিনব্যাপী ছাতক উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান তারা তাদের বক্তব্যে শোককে শক্তিতে রুপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নীতি ও আদর্শের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন তার বক্তব্যে বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পেছনে আসল খলনায়ক ছিল জিয়াউর রহমান। তার সঙ্গে ছিল মোশতাক। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর জিয়াকে করা হলো সেনাপ্রধান। খুনি মোশতাক হয়ে গেল রাষ্ট্রপতি। এ থেকেই বোঝা যায়, মোশতাক এবং জিয়াই এই হত্যায় জড়িত ছিল।’মীর জাফর যেমন ইংরেজদের সঙ্গে মিলে বিশ্বাসঘাতকতা করে নবাব সিরাজ উদ দ্দৌলাকে হত্যা করেছিল, মোশতাকও জিয়ার সঙ্গে মিলে সেই কাজটাই করেছিল। কাজেই জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচারের আওতায় আনতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, গয়াছ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা, কদর মিয়া, ফজর আলী, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, মুজাহিদ আলী, আফজাল আবেদীন আবুল, আব্দুল মান্নান, দবিরুল ইসলাম, ফিরোজ আলী, আব্দুল আউয়াল, মাফিজ আলী, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, এড শামসুর রহমান, এড আশিক আলী, সিরাজুল ইসলাম, বাবুল রায়, সাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।