হাওরাঞ্চল অধূষ্যিত সুনামগঞ্জের ১৯ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫ শ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ছেলে ও মেয়েদের অত্যাধুনিক হোস্টেল। প্রতিটি হোস্টেলে থাকছে ৫ তলা ভিত বিশিষ্ঠ ১০০ শয্যার ছাত্রাবাস, ৫ তলা ভিত বিশিষ্ঠ ১০০ শয্যার ছাত্রী নিবাস, ৫ তলা ভিত বিশিষ্ঠ মাল্টিপারপাস ভবন, রিটেইনিং ওয়ালসহ সীমানা প্রাচীর, আভ্যন্তরিন রাস্তা নির্মাণ, ছাত্রবাস ও ছাত্রীনিবাসের আসবাবপত্র সরবরাহ কাজ। প্রতিষ্ঠানগুলো হলো- তাহিরপুর উপজেলার মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা উপজেলার একতা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলার প গ্রাম উচ্চ বিদ্যালয়, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৩ টি, সদর উপজেলার ইসলামগঞ্জ কলেজ, জয়নগর বাজার হাজী গনি বক্স উচ বিদ্যালয়, শাল্লা উপজেলার গোবিন্দ চন্দ্র উচ্চ বিদ্যালয়, সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয়,শহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সরকারি কলেজ, মহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়, মহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়, দিরাই উপজেলার দিরাই উচ্চ বিদ্যালয়, রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বিবিয়ানা মডেল কলেজ, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা সরকারি কলেজ।

সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিক্ষাবিদ অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, জেলা কিংবা উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নত শিক্ষার্থীদের আবাসন সমস্য রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হতে শিক্ষার্থীদের এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। উচ্চ শিক্ষার পথ সুগম হবে। সুনামগঞ্জ জেলা শিক্ষা ভবন অফিসের এসিট্যান্ট ইঞ্জিনিয়ার পারভেজ ইষান জানান, হাওরা ল অধূষ্যিত সুনামগঞ্জে ২৩ টি হোস্টেল অনুমোদন দিয়েছে সরকার। স্থান নির্ধারনসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn